বাংলাদেশের অপেশাদার ফোটোগ্রাফি

“বাংলাদেশের ফোটোগ্রাফি বিষয়ক যেকোনো বড় আয়োজন, আলোচনা, লেখা বা ফটোগ্রাফির নানা প্রতিষ্ঠানগুলো, অপেশাদার বা ফ্রীলান্সারদের বরাবরই পাশ কাটিয়ে চলে।

কিন্তু এইটা কিন্তু ঠিকক যে বাংলাদেশের ফটোগ্রাফিক চর্চার উৎকর্ষতার উল্লেখযোগ্য অবদান কিন্তু এই বিশাল অপেশাদার ফ্রীলান্সারদের। আজকে ফোটোগ্রাফি চর্চা কিন্তু শুরু হয়ে যাই স্কুল বা ইউনিভার্সিটি তে এই ফ্রীলান্সারদের হাত ধরেই, এই অপেশাদারাই তৈরি করে দর্শক, উৎসাহ দেয় আরো জানার , গভীরে যাওয়ার। অথচ বরাবরই এই বিশাল প্যাশনেট শৈখিন ফোটোগ্রাফেরদর বাদ দিয়ে রাখা হয়। তাই বড় আয়োজন গুলিতে প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রউড ছাড়া সচরাচর কিন্তু কারো পার্টিসিপেশন তেমন দেখি না।

ফটোগ্রাফিকে আমরা ৯০এর শেষ থেকে সার্বজনীন করতে পেরেছিলাম বলেই আজকে এই ছোট্ট দেশ ফোটোগ্রাফি চর্চায় অনেক এগিয়ে।

ফ্রীলান্সার বা অপেশাদারদের কি পাশ কাটানোর কোনো উপায় আছে? আমারতো মনে হয় এই বিশাল সংখক ফোটোগ্রাফেরদের অবদান যে কারো থেকে বেশি।”

– written by Saud Al Faisal.